শামির সম্মানে তার নিজ গ্রামে ‘মিনি স্টেডিয়াম’
অবিশ্বাস্য বিশ্বকাপ কাটছে মোহাম্মদ শামির। অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পার যেখানে ২২ উইকেট পেতে খেলতে হয়েছে ১০ ম্যাচ, শামি সেখানে ৬ ম্যাচে ২৩ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি। ইনিংসে ৫ উইকেটই পেয়েছেন ৩ বার। ১০.৯১ স্ট্রাইকরেট বলছে বলে বলে উইকেট না হলেও পারফরম্যান্সটা সেখান থেকে খুব বেশি দূরেও নেই। ভারতের বিশ্বকাপ ফাইনালে ওঠার পেছনে তাই শামির অবদান অনস্বীকার্য। এমন খেলোয়াড়ের সম্মানে তো কিছু করতেই হয়!