নরেন্দ্র মোদি : যেভাবে ইসরায়েলপন্থী হলো
বিদেশের সংবাদে ভারতীয়দের তেমন একটা আগ্রহ দেখা যায় না। তবে এক মাস ধরে দেশটির গণমাধ্যমের দিকে তাকালে ঠিক উল্টোটাই মনে হবে। কারণ, এ সময়ে ইসরায়েল ও গাজার প্রতিটি সংবাদ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। সিংহভাগ সংবাদই ইসরায়েলি দৃষ্টিভঙ্গি থেকে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের গাজার শাসকগোষ্ঠী ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর পর থেকে ভারতীয় সাংবাদিকদের বুলেটপ্রুফ জ্যাকেট পরে মরুভূমি থেকে একের পর এক সংবাদ পরিবেশন করতে দেখা যায়।
এখানেই থেমে থাকেনি ভারতীয় সংবাদমাধ্যমগুলো। হামাস যেভাবে হামলা করেছে, তার সরেজমিন প্রতিবেদনের পাশাপাশি নানা গ্রাফিকস ব্যবহার করে ‘হামলা মঞ্চস্থ’ করা হয়েছে। টিভি উপস্থাপকেরা যখন সংবাদ পড়ছিলেন, তখন এভাবে হামাস যোদ্ধাদের হামলাকে সচিত্রভাবে দেখানোর চেষ্টা করা হয়। যুদ্ধ মাস পেরোলেও এখনো সেভাবেই কাজ করে যাচ্ছে ভারতের গণমাধ্যম।