স্ত্রীর অভিনব প্রতারণা: স্বামীকে প্রেমিকার সেজে ধরা
মুর্শিদাবাদের ডোমকল বাসস্ট্যান্ডে একটি অদ্ভুত ঘটনা ঘটেছে, যেখানে এক স্ত্রী ফেসবুকের মাধ্যমে স্বামীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন। এই সম্পর্কের উদ্দেশ্য ছিল স্বামীর কুকীর্তি ধরতে তাকে ফাঁসানো।
রোববার (১৩ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়েছে, স্ত্রী একটি ফেক আইডি খুলে স্বামীকে প্রেমের প্রস্তাব দেন। দীর্ঘদিন ধরে এই চলছিল। তবে বিপত্তি ঘটে যখন স্বামী দেখা করতে আসেন।
স্বামী ভাবেন যে তিনি একজন নতুন প্রেমিকার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কিন্তু সেখানে গিয়ে তিনি হতবাক হয়ে পড়েন যখন বুঝতে পারেন যে প্রেমিকা আসলে তাঁর স্ত্রী।
এ ঘটনায় নাম জানা গেছে বিক্রম মণ্ডল, যিনি মাছের ব্যবসায়ী। তিনি বেশ কয়েকজন নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার অভিযোগে সংসারে অশান্তি চলছিল। তাই স্ত্রীর উদ্যোগে এই ফেসবুক ফাঁদ পাতা হয়।
স্ত্রী ফেসবুকে প্রেমের প্রস্তাব দিয়ে সময়ক্ষেপণ করেন এবং স্বামীকে জানান যে বিয়ের আগে দেখা করতে হবে। এদিকে, স্বামী নির্ধারিত সময়ে ডোমকল বাসস্ট্যান্ডে হাজির হন। সেখানে গিয়ে তিনি দেখেন, পিছনে বসে থাকা 'প্রেমিকা' আসলে তাঁর স্ত্রী।
এই পরিস্থিতিতে স্ত্রী প্রশ্ন করেন, "তুমি এখানে কেন?" স্বামী হতভম্ব হয়ে যান। এরপর স্ত্রী তাঁর ভাইদের বিষয়টি জানানোর পর স্বামীকে মারধর করা হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনা সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে এবং সম্পর্কের বিশ্বাসের উপর একটি বড় প্রশ্ন তুলেছে।