লৌহ কপাট বিতর্ক : এখনো চুপ এ আর রহমান
রাজা কৃষ্ণ মেনন পরিচালিত সিনেমে ‘পিপ্পা’ শুক্রবার মুক্তি পেয়েছে। এই সিনেমায় কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানটির সুর বিকৃতি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এক যোগে শুরু হয়েছে প্রতিবাদ। সিনেমার সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিগত কয়েক দিনে বাংলার সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু রোববার পর্যন্ত সিনেমার নির্মাতা বা এ আর রহমান কারো থেকেই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সোমবার বিকেলে এই বিতর্ককে মাথায় রেখে বিবৃতি দিলেন ‘পিপ্পা’ সিনেমার অন্যতম প্রযোজক সিদ্ধার্থ রয় কপূর (রয় কপূর ফিল্মস)। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে একটি পোস্ট করে তারা।
ফেসবুকে তারা লেখেন, ‘এই গানকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে প্রযোজক, পরিচালক এবং সঙ্গীত পরিচালক হিসেবে আমরা নজরুল পরিবারের থেকে প্রয়োজনীয় স্বত্ব নেয়ার পরেই শিল্পের খাতিরে গানটিকে তৈরি করেছি।’